রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের জেদ্দায় শান্তি আলোচনা শুরু হয়েছে।
শনিবার শুরু হওয়া বৈঠকে ইউক্রেনসহ ৪০টি দেশের প্রতিনিধি উপস্থিত হয়েছেন।
যদিও দুই দিনব্যাপী বৈঠক থেকে কতটুকু ফল মিলবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।
বৈঠকটি ইউক্রেনের কূটনৈতিক চাপের অংশ। পশ্চিমা মিত্র ছাড়াও বিশ্বের অন্যান্য দেশগুলোর থেকে যুদ্ধ বন্ধে সমর্থন পেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউক্রেন এবং তার মিত্ররা আশা করছে, জেদ্দায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ প্রায় ৪০টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে একমত হবে। তবে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি রাশিয়াকে।
ফোরামটি রাশিয়াকে বাদ দিলেও ক্রেমলিন বলেছে, তারা বৈঠকের ওপর নজর রাখবে। তবে রাশিয়া না থাকলেও বৈঠকে রয়েছে তাদের অন্যতম মিত্র দেশ চীন।
শুক্রবার এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান এবং বৈঠকের প্রধান দূত আন্দ্রি ইয়ারমাক বলেন, 'আমি জানি বৈঠকটি কঠিন হবে, কিন্তু আমাদের পেছনে শুধু সত্য ও মঙ্গলের বারতা।
আমাদের মধ্য অনেক মতবিরোধ ও অবস্থানের ভিন্নতা রয়েছে। এরপরও এই সংকট নিয়ে আমাদের নীতি ও উত্তোরণের ভাবনা বৈঠকে তুলে ধরাই এখন মুখ্য।'
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/