তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোববার (০৬ আগস্ট) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেল।
নিহত ওই রোগীর নাম ফরিদা বেগম (৫৫)। ফরিদা বেগম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
ডেঙ্গু জ্বরে রোগীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।
তিনি বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ আগস্ট ফরিদা বেগম হাসপাতালে ভর্তি হন।
রোববার (৬ আগস্ট) ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান ফরিদপুর জেলায় ডেঙ্গু রোগী সম্পর্কে জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৮৯ জন ভর্তি হয়েছেন।
এনিয়ে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ২৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/