ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও সাংবাদিকদের কাজ এক ও অভিন্ন। আইন শৃঙ্খলার বিষয়ে সকল সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য পুলিশ সুপার অনুরোধ করেন।
নাটোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের মত বিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন
রোববার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ টি এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল ইসলাম, ডিআইও কাজী জালাল উদ্দিন আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ওসি (ডিবি) মো. আব্দুল মতিন, নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা,সহসভাপতি নাসিম উদ্দিন নাসিম সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, মুক্তার হোসেন প্রূমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নাটোরের বিভিন্ন সমস্যা সভায় তুলে ধরে বক্তব্য রাখেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/