ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় ছেলের হাতে পিতার খুনের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌছানের পূর্বে অভিযুক্ত ব্যাক্তি ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছে। বাঘা থানা পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা করছে।
মঙ্গলবার ভোরে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামে ছেলের হাতে বাবা খুন হয়েছেন।
বাঘা থানার পুলিশ খুনের রহস্য উৎঘাটনের জন্য ততপর আছে। নিহত ব্যাক্তির নাম রুস্তম আলী পাকা (৭০)।
অভিযুক্ত নিহতের ছেলে শুকুর আলী পাকা (৪৫)।
এই বিষয়ে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম গনমাধ্যমকে জানান, ওই পরিবারটি অত্যন্ত দরিদ্র।
পরিবারের সূত্রমতে নিহত রুস্তম আলীর নিজের জমির কিছু গাছ বিক্রয় করেন। তার ছেলে শুকুর আলী বাবার গাছ বিক্রয়ের টাকাগুলো নেয়ার দাবি করেন।
মঙ্গলবার ভোর ০৪ টার দিকে বাবাকে শাবল ও লাঠি-সোটা দিয়ে পিটিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই শুকুর আলী পালিয়েছে।
সম্ভবত সেই টাকার জন্যই ছেলে হাতে রুস্তম আলী খুন হয়েছে।
বাঘা থানা তথ্য মতে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রুস্তমকে জোড়াল আঘাত করে হত্য করা হয়েছে।
ঘটনাটি দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/