ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা, কর্মকর্তা পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ই আগস্টে শাহাদতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন এর সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশেষ অতিথি পৌর মেয়র একরামুল হক।
ওই সময় সহকারী কমিশনার (ভুমি) মানজুরা মুশারফ, চারঘাট মডেল থানা অফিসার ইন-চার্জ মাহবুবুল আলম, মুক্তিযৃদ্ধ কমান্ডার মিজানুর রহমান আলমাছ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রহমান, জেলা আ’লীগ সদস্য সাইফুল ইসলাম বাদশা।
এছাড়া আমন্ত্রিত অতিথি উপজেলা কৃষি অফিসার লুৎফুন নাহার, মৎস্য অফিসার ওয়ালি উল্লাহ মোল্লা উপস্থিত ছিলেন।
পরিশেষে স্থানীয় গরিব দুঃস্থদের মাঝে ০৮ সেলাই মেশিন এবং ৩টি অনুদানের চেক বিতরন করেন ইউএনও সহ অতিথি বৃন্দ।
ওই সময় উপজেলা বিভিন্ন সরকারী- বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/