মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: অতিবৃষ্টি,জলাবদ্ধতা ও বন্যার কারণে চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান দুইদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে এক সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি এই জেলা গুলোতে বন্যার পানি প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম দুই দিন বন্ধ ঘোষণা করা হলো।
এতে আরো উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনায় সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/