ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২২১০১টি ছিন্নমূল পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
দেশের অন্যান্য উপজেলার ন্যায় সিংড়া উপজেলায় এ পর্যায়ে ৩৫৯ টি ভূমিহীন ছিন্নমূল পরিবারকে ভূমি ও গৃহপ্রদান করা করা হয়।
এ সময় সিংড়া উপজেলার উপকারভোগীদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
ধন্যবাদ জ্ঞাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব এড. জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের প্রতি।
নাটোর জেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের ১২৩টি উপজেলা ও ১২ জেলাকে সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলায় ২২ হাজার ১০১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে এ ঘোষণা দেন।
স্থানীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু নাছের ভূঁঞা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সহকারী কমিশনার ( ভূমি),উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা - কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীগণ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/