নাটোরে এসডিজি বাস্তবায়নে মতবিনিময় সভা

আপডেট: August 19, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে এসডিজি বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নাটোর জেলা প্রশাসনের আয়োজনে আলাইপুরস্থ অনিমা চৌধুরী অডিটরিয়ামে জেলা প্রশাসক আবু নাছের ভুঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আখতার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ তারিকুল ইসলাম পুলিশ সুপার নাটোর, মোহাম্মদ মনিরুল ইসলাম এসডিজি অতিরিক্ত সচিব প্রধানমন্ত্রী কার্যালয়, মোছাম্মদ শামীমা সাত্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাটোর সদর, শ্রাবণী রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গুরুদাসপুর নাটোর, মোছাম্মদ মারিয়াম খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বড়াইগ্রাম নাটোর, মোছাম্মৎ মাহবুবা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিংড়া নাটোর,মোছাম্মদ নিলুফা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতি পাড়া নাটোর,মোছাম্মদ শারমিন সুলতানা উপজেলা নির্বাহী কর্মকর্তা লালপুর নাটোর,দেওয়ান আকরামুল উপজেলা নির্বাহী কর্মকর্তা নলডাঙ্গা নাটোর প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা এসডিজির ১৭ টি অভীষ্ট বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের গুরুত্ব ও ভূমিকা ধরেন এবং নাটোরে এসডিজি বাস্তবায়নে জেলার সকল চেয়ারম্যান ও সদস্যগণ সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন মতবিনিময় সভার প্রধান অতিথি মোহাম্মদ আখতার হোসেন।

Share Now

এই বিভাগের আরও খবর