ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গোদাগাড়ি উপজেলা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আগ্নেয়াস্ত্র, মাদকসহ নানা অপরাধ নিমূলে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচন কেন্দ্র করে কিছু অসাদু ব্যবসায়ী তাদের ফায়দার লক্ষে অবৈধ কাজে লিপ্ত হচ্ছে।
পুলিম ততপর রয়েছে, যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে।
শ্রুকবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, ১টি ওয়ানশুটার গান, ১ কেজি হিরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।
জেলার ডিবি পুলিশ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত এবং শ্রুক্রবার রাত ১.৩০টার সময় অভিযান পরিচালনা কওে দুই অভিযুক্তকে আটক করে।
আটককৃত ব্যাক্তি মো: জামাল (৩৯) ও তার সহযোগী মো: ইসমাইল হোসেন (২৪)। মো: জামাল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড় মানিকচরের মো: রকিবুর রহমানের পুত্র।
মো: ইসমাইল একই জেলার একই থানার ভগবন্তপুরের মো: আনারুল হকের পুত্র।
পুলিশের দেয়া তথ্যমতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আব্দুল হাই, পিপিএম গতকাল দিবাগত রাতে গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারস্থ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করেন।
ওই সময় ডিবি পুলিশের উপস্থিতি জানতে পেয়ে দুই অভিযুক্ত পালানোর চেষ্টা করে।
কিন্তু ধৃত অভিযুক্ত মো: জামালের ডান হাতে থাকা লাল কাপড়ের ব্যাগের মধ্য থেকে দুইটি স্বচ্ছ পলিথনের মুখবন্ধ অবস্থায় বাদামি রঙয়ের ১ কেজি উদ্ধার করা হয়।
তা ছাড়া একই অভিযুক্তের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের অংশে কোমরে গোঁজানো অবস্থায় একটি দেশিয় সক্রিয় ও অবৈধ ওয়ানশুটার গান আগ্নোয়াস্ত্র উদ্ধার করে রাজশাহী জেলার ডিবি পুলিশের দল।
অবৈধ অস্ত্র ও হিরোইন রাখার অপরাধ করায় গ্রেফতারকৃত দুই অভিযুক্তের নামে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/