প্রবাসীদের সহায়তার জন্য ২৪ ঘণ্টার হেল্প লাইন চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এ সেবার আওতায় প্রবাসীরা অভিযোগ, সমস্যা এবং সহায়তা পাবেন পুলিশের কাছ থেকে।
সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, প্রবাসীরা এ হেল্প লাইনের মাধ্যমে বিভিন্ন সেবা পাবেন। তারা সরাসরি, হেয়াটসঅ্যাপ, ভাইবার কিংবা ফেসবুক পেজের ম্যাসেঞ্জারের মাধ্যমে এ সুবিধা পাবেন। হেল্প লাইনের মাধ্যমে প্রবাসীদের পুলিশী সেবা আরো বাড়বে।
সম্প্রতি ওমান প্রবাসীদের একটি প্রতিনিধি দল সিএমপি কমিশনারের সাথে দেখা করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এসময় কমিশনার পুলিশী আরো সেবা নিশ্চিতে আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে এ হেল্প নাম্বার চালু করা হয়। হেল্প নাম্বারটি হলো-০০৮৮০১৭৬৯৬৯৪৩০।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/