সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত সদ্য প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে বিতর্কে জড়িয়েছেন সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ জাকির হোসেন।
সে ওই ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের মৃত ছোরহাব হোসেনের ছেলে।
এ ঘটনায় ইউনিয়ন সাবেক যুবলীগ সভাপতি মঞ্জুরুল করিম গত ২৮ আগস্ট জাকিরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে গত ৮ আগস্ট ‘‘আহলে হাদীস ময়মনসিংহ বিভাগ’’র দেয়া ওয়াজের পোস্টটি জাকির হোসেন শেয়ার করেন।
এ নিয়ে ওই ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি মঞ্জুরুল করিম ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনসহ অনেকেই এর তীব্র নিন্দা জানিয়ে তার বিচার দাবী করেন।
শেয়ার দেয়া ওই পোস্টটির বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন গত ২৭ আগস্ট মঞ্জুররুলকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেন।
সেখানে তিনি বলেন, চা খাওয়ার ফাঁকে তার আনলক মোবাইলে মঞ্জুরুল করিমই পোস্টটি শেয়ার দিয়েছেন।
জাকিরের স্ট্যাটাসের বিষয়ে মঞ্জুরুল প্রতিবাদ করে পোস্ট দিলে তার আইডি হ্যাঁক হয়েছিল বলে পুনঃ মন্তব্য করেন জাকির হোসেন।
এদিকে, জাকিরের দু’রকমের মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়।
অবশেষে সাবেক সভাপতি তার ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত জাকির হোসেনের সাথে ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সিংগাইর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন বলেন, বিষয়টি অবগত হয়ে জেলা কমিটিকে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে, মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, ঘটনাটি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/