রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃতি সংবর্ধনা ও পূর্ণমিলনী অনুষ্ঠান

আপডেট: September 2, 2023 |
inbound9116437998161440816
print news

মো: ইসমাইল হোসেন, উপজেলা জেলা প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সুখ রঞ্জন সামান্দার টি.এস.সি.সি অডিটিয়ারামে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় সকাল ১১ টায়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং নার্সিং

কলেজে ২০২২-২০২৩ সেশনে চান্স প্রাপ্তদের বিশেষ সংবর্ধনা দেওয়ার আয়োজন করে এডমিশন গাইডলাইন।

ছাত্র এবং ছাত্ররা আগামী দিনের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও নার্সিং কলেজে পড়াশোনা করে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ হোক তাদের জীবন ।

অনুষ্ঠানে ২০২২সেশনের বগুড়া নার্সিং কলেজের ছাত্রী মোছা: জান্নাতুল সাবিরা ৩০১ মেরিট লিস্ট পেয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় ।

তিনি জানাই চেষ্টা এবং কঠোর পরিশ্রমের জীবনে সব কিছু সম্ভব।

অনুষ্ঠানে নিত্য শিল্পী দীপ্তি মন জয় করে নয় সবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আবেগে কান্নায় ভেঙ্গে পড়ে দীপ্তি হয়তো তার রাজশাহীতে আসা হবে না কোনো দিন আজকের এই দিনের কথা মনে থাকবে স্মরণ হয়ে।

তার বান্ধবী তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করেন বলেন জীবন এরকম দিন গুলো কখনো ভোলার মতো না ।

Share Now

এই বিভাগের আরও খবর