চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকায় কক্সবাজার থেকে ফিরে আসা একটি পিকনিকের বাসে তল্লাশি চালিয়ে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাব সদস্যরা। এ সময় ইয়াবা পাচারকারী সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।
শনিবার সকালে শাহ আমানত সেতুর ওপরে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, পিকনিকের বাসটি কক্সবাজার প্রমোদ ভ্রমণ শেষে যশোরে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে থামিকে বাসটিতে তল্লাশি চালিয়ে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান র্যাব-৭ এর অধিনায়ক।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/