এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।শ্রীলঙ্কার কাছে হারা ম্যাচ থেকে একাদশে তিনটি বদল আনার কথা জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
রোববার লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামের রানে ভরা উইকেটে আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদিও বলছেন, টস জিতলে ব্যাটিং বেছে নিতেন তারা।
জিততেই হবে এমন সমীকরণে একাদশে বড়সড় রদ-বদল এনেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে শূন্য রান করা তানজিদ হাসান তামিম জায়গা হারিয়েছেন, তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। শেখ মেহেদী হাসানের জায়গায় অভিষেক হয়েছে শামীম হোসেন পাটোয়ারির। পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে খেলানো হচ্ছে শরিফুল ইসলামকে। শামীম ও আফিফ একাদশে আসায় ব্যাটারদের মধ্যে বাঁহাতি আরেকজন বাড়ল।
বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/