ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাজিদুর রাজ্জাক সাজু (১০) নামের এক শিশু নদীতে ডুবে মারা যায়।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে তার আত্মীয়ের সঙ্গে গ্রামের পাশে কুলিক নদীতে গোসল করার সময় ডুবে যায়।
নিহত সাজিদুর রাজ্জাক (সাজু) পৌরশহরের আল আমানা ইসলামিক একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র এবং উপজেলার লেহেম্বা ইউনিয়নের বেলতলী শালবাগান এলাকার আব্দুল আলিম ও নার্গিস দম্পতির দ্বিতীয় ছেলে।
লেহেম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরবেলা সাজু ও তার চাচাতো ভাইসহ অন্যান্যরা বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে নামেন।
নদীতে নামার একপর্যায়ে নিখোঁজ হন সাজু। এ সময় সাথে থাকা চাচাতো ভাইয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নদীতে খোঁজাখুঁজির পর সাজু'র মরদেহ উদ্ধার করে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/