শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে থানা গেটের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে ২৫ কেজি গাঁজাসহ চার জানকে গ্রেফতার করা হয়।
বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বগুড়া জেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ ও মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আশিক ইকবালের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/এফ এম ইমতিয়াজুল আলম তালুকদার, এসআই/মোঃ রবিউল করিম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে শিবগঞ্জ পৌরসভাধীন বানাইল গ্রামস্থ শিবগঞ্জ থানা গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট চলাকালে ০৪/০৯/২০২৩ খ্রি. তারিখ রাত্রি ০১.০৫ ঘটিকার সময় আমতলীর দিক হতে ঢাকা গামী যাত্রীবাহী বাস রিমি ক্লাসিক পরিবহন, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৫-৯৬৭৮ তল্লাশি করে আসামি ১। মোঃ বাবু মিয়া (২৩), ২। মোঃ শফিকুল ইসলাম (৩৮), ৩। মোঃ নাজমুল ইসলাম নাইম (১৯) ও ৪। মোঃ মজনু মিয়া (৩৮)দের হেফাজত হতে মোট ২৫ (পঁচিশ) কেজি গাজা সহ গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামী ৫।
মোঃ আমিনুর ইসলাম আন্টু (৩৮) ও ৬। মোঃ এরশাদুল হক (৪১) আসামীগণ পরস্পর যোগসাজসে কুড়িগ্রাম জেলার ভারতের সীমান্তবর্তি এলাকা হতে কমমূল্যে গাঁজা সংগ্রহ করে বেশি মূল্যে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছে।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামীগণ ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা রুজু পূর্বক আজ সোমবার বেলা ২টার পর বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/