পিরোজপুর প্রতিনিধি: দৈনিক সমকালের পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মো. ছগীর হোসেন
দৈনিক সমকালের পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মো. ছগীর হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
বুধবার দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, মা-বাবাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে ভান্ডারিয়ার নিজ বাড়িতে দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি।
দ্রুত তাকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ বিকেল সাড়ে ৫টায় ভান্ডারিয়া বাসস্ট্যান্ডের কালেমা চত্বরে প্রথম এবং সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ধাওয়ায় ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের পৈত্রিক বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ছগীরের জানাজায় ভান্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত রনি, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টির (জেপি) যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার সমাদ্দার, পিরোজপুর প্রেস ক্লাব সভাপতি শফিউল হক মিঠু, দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনসহ গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/