মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের ছাদে করে যাওয়ার সময় হেলে পড়া গাছের সাথে ধাক্কা লেগে আহত শিক্ষার্থীদের চমেক হাসপাতালে দেখতে গেলেন নগর যুবলীগের সাংগঠনিক-সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল।
এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করেন এবং নগর যুবলীগের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার নগরীর বটতলী স্টেশন থেকে রাত সাড়ে আটটায় ছেড়ে আসা শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় আসলে ঐ এলাকার রেল লাইনের জায়গায় ঝুলে থাকা গাছের ডালপালার সঙ্গে ধাক্কা খায় ছাদে থাকা শিক্ষার্থীরা।
শাটল ট্রেন চৌধুরীহাট পার হওয়ার সময় ছাদে থাকা শিক্ষার্থীরা ঝুলে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।
এ ধাক্কায় বেশ কয়েকজন শিক্ষার্থী চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। পড়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে অন্তত ৭ জনের অবস্থা গুরুতর বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/