জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, বিএনপি ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবর দিয়েছিল। বিএনপি ১৯৯৬ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ফলাফল মানে নাই। কবর থেকে তত্ত্বাবধায়ক সরকার তুলে আনার সুযোগ নাই। এখন বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের নামে ছদ্মবেশে বিএনপির প্রক্সি সরকার আনা। বিএনপি তাদের ছদ্মবেশী প্রক্সি সরকার এনে ৭১ এর খুনী, ৭৫ এর খুনী, ২০০৪ সালের খুনীদের ক্ষমতার অংশীদার করতে চায়।
ইনু আরও বলেন, রাজাকারদের, খুনীদের ক্ষমতায় আনার রাজনীতি ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রামের ধারায় মোকাবেলা করা হবে এবং ঐক্যবদ্ধ সংগ্রামের ধারায় ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে জামাত-বিএনপির ক্ষমতা পুনর্দখলের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে। জনাব ইনু বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে জাসদ কখনই ছাড় দেয়নি, বর্তমানেও দেয় না, ভবিষ্যতেও দিবে না। বাংলাদেশের মালিকানা রাজাকারদের হাতে তুলে দেয়ার অপরাজনীতির বিরুদ্ধে জাসদের নেতা-কর্মীরা একা হলেও লড়াই চালিয়ে যাবে। জনাব ইনু আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, হেফাজত, জামাত, ধর্মীয় রাজনৈতিক দলগুলোর সাথে যে কোনো ধরনের ছাড় দেয়া-দেয়ি, লেনদেন, সমঝোতা চরম আত্মঘাতি। তিনি বলেন, বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে, উন্নয়ন ও শন্তির ধারা বজায় রাখতে হলে বাংলাদেশের আদিশত্রু জামাত, ধর্মান্ধ রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপিসহ পাকিস্তানপন্থীদের রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখতে হবে।
আজ শনিবার হাসানুল হক ইনু নগরীর বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় অন্যান্যনদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান রহমান, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, জাসদের কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন প্রমূখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/