শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় চাঞ্চল্যকর প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজ(৪৬) হত্যা মামলার মূলহোতা মোঃ তন্ময় সার্ব্বির ওরফে কিলার সার্ব্বির (২৮) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)।
গ্রেপ্তারকৃতের তন্ময় সাব্বির ওরফে কিলার সাব্বির বগুড়া জেলা সদরের বৃন্দাবনপাড়া এলাকার তিনি বগুড়া সদরের মৃত তুহিন মিয়ার ছেলে।
সোমবার (১১ই সেপ্টেম্বর) রাত ৮টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার মীর মুনির হোসেন।
তিনি জানান, গত ২ সেপ্টেম্বর বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাথাইল চাপর ফকিরপাড়া পাঁকা রাস্তার উপরে কৈচর বিএম টেকনিক্যাল এন্ড কারিগরি কলেজের প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজ (৪৬) নৃশংস হত্যাকান্ডের শিকার হয়।
এ ঘটনার প্রেক্ষিতে মৃত পারভেজের স্ত্রী বাদী হয়ে বগুড়া জেলার শাজাহানপুর থানায় গত ৩ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১১ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উল্লেখিত হত্যা মামলার মূলহোতা ৩নং এজারনামীয় আসামী মোঃ তন্ময় সাব্বির ওরফে কিলার সাব্বির রাজশাহী জেলার সদর থানা এলাকায় আত্মগোপন করে মোঃ তৌফিক ছদ্ম নামধারণ করে অবস্থান করছে এবং বগুড়া জেলার সদর থানাধীন কালিতলা এলাকায় উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আল আমিন(২৬), পিতা-মৃত ইউসুফ আলী, সাং-শিববাটি কালিতলা, থানা ও জেলা-বগুড়া অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল একই তারিখ সকাল সোয়া এগারোটায় বগুড়া জেলার সদর থানাধীন কালিতলা এলাকায় উক্ত মামলার তদন্তেপ্রাপ্ত অজ্ঞাত আসামী মোঃ আল আমিন (২৬) কে গ্রেফতার করা হয় এবং একই তারিখ সোয়া তিনটায় রাজশাহী জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ হত্যা মামলার মূলহোতা এজাহার নামীয় ০৩নং আসামী মোঃ তনয় সাব্বির ওরফে কিলার সাব্বিরকে গ্রেফতার করে।
ধৃত ব্যক্তিদ্বয়কে শাজাহানপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/