শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) চাঁদাবাজি ও শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে করা মামলার একমাত্র আসামি সাবেক ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষ (৩০)-কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছনকা বাজার থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, কলেজের অনিয়ম-দুর্নীতি এবং বহিরাগত সজল ঘোষের চাঁদাবাজি ও নির্যাতন বন্ধে গত ২৯ আগস্ট থেকে লাগাতার বিক্ষোভ করে আসছিলেন আইএইচটির শিক্ষার্থীরা।
পরবর্তীতে গত রোববার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী আইএইচটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে রাত ১০টার দিকে জেলা পুলিশ, বগুড়া সজলকে গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টা সময় চায়।
গ্রেফতারকৃত সজল কুমার ঘোষ পাবনার মৃত সুমেন কুমার ঘোষের ছেলে। তবে তার বর্তমান আবাসস্থল বগুড়া শহরের রহমাননগরে।
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, সজল ঘোষ শেরপুরের ছনকা বাজারের একটি ঘরে আত্মগোপনে ছিলেন।
এই কয়দিন তিনি কোথাও বেশিক্ষণ অবস্থান করেননি। ঘন ঘন স্থান পরিবর্তন করতেন।
আজ মঙ্গলবার সকালে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সজল ঘোষকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/