ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: সিংড়ার চলনবিলে বাঁনার বাঁধ দিয়ে মাছ শিকারের অপরাধে উপজেলার ডাহিয়া গ্রামের উপহার আলী নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাহমুদা খাতুন।
সোমবার বিকেলে সিংড়ার চলনবিলের বেড়াবাড়ি, ডাহিয়া ও সাতপুকুরিয়া বিলে সৌঁতি জাল ও বাঁনার বাঁধ দিয়ে কতিপয় ব্যক্তি মাছ শিকার করছে এমন খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি সৌঁতিজালের কাঠামো ও ৩ হাজার মিটার বাঁনার বাঁধ জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন ও থানা পুলিশের সদস্যরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/