মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ইয়াঙ্গুনে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। খবর এএফপি।
গতকালের ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এক মিনিট স্থায়ী এই ভূকম্পনের কেন্দ্রস্থল ইয়াঙ্গুন শহর থেকে ৩৯ কিলোমিটার দক্ষিণে। শহরটিতে ৮০ লাখ মানুষ বসবাস করেন।
তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মিয়ানমারে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। চলতি বছরের মে মাসে দেশটিতে জোড়া ভূমিকম্প আঘাত হেনেছিল। ২২ মে ৪ দশমিক ৫ মাত্রার একটি এবং ২ মে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষে দিকে দেশটিতে আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখন আয়াবতী ও রাখাইন রাজ্যে এ দুই ভূমিকম্প হয়েছিল।
মিয়ানমারের ওই ভূকম্পন বাংলাদেশের কক্সবাজারেও অনুভূত হয়েছিল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/