বাইরে বড়ই অদ্ভুত এক আবহাওয়া বিরাজ করছে। এই রোদের তাপ তো এই মেঘের গর্জন, হঠাৎ মৃদু বাতাস তো বিরক্তিকর ভ্যাপসা গরম!
বৃষ্টির মৌসুম এলেই আবহাওয়ার পাশাপাশি চুলের অবস্থাও হয় নাজেহাল। তাই বর্ষায় চুলের একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়।
অনেকেই আছেন যারা বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসেন। কিন্তু বৃষ্টির পানিতে মিশে থাকা ধূলিকণা চুল ও মাথার ত্বকের জন্য কতটা নিরাপদ?
চুলের রুক্ষতা বা চুল পড়ার পিছে এর কোন ভূমিকা নেই তো? বর্ষার মৌসুমে চুল চিটচিটে হওয়া, লেপ্টে থাকা, খুশকি বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা বৃদ্ধি পায়।
তবে মৌসুম যেমনই থাক, সব নারীরই চাওয়া চুল থাকুক সিল্কি, মসৃণ ও স্বাস্থ্যকর।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে চুলকে কীভাবে সিল্কি ও মসৃণ রাখা যায় এসব বিষয়ে পরামর্শ দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
কী কারনে চুল রুক্ষ হতে পারে প্রশ্ন করলে মেহজাবীন চৌধুরী বলেন, নগরজীবনে প্রাত্যহিক চলাফেরায়, আদ্র আবহাওয়ায় ঘাম ও ধুলোবালিতে চুল রুক্ষ হয়ে পড়ে।
ধুলো ও দূষণের কারণে সঠিক যত্নের অভাবে স্বাভাবিক উজ্জ্বলতা ও প্রয়োজনীয় পুষ্টি হারাতে থাকে চুল।
ব্যস্তজীবনে চুলের দিকে নজর দেওয়ার সময় অনেকেরই হয়ে ওঠে না। ফলে চুলে প্রাকৃতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
এই আবহাওয়ায় তিনি কীভাবে চুলের যত্ন নেন জানতে চাইলে তিনি বলেন, এখন তো রোদ বৃষ্টি মিলিয়ে অদ্ভুত এক আবহাওয়া বিরাজ করছে।
বাইরে বের হওয়া নিয়ে কিছুটা সংঙ্কায় থাকলেও আমার চুলের যত্নে কোন আপোষ করছি না।
আমি সাধারণত চুলের যত্ন ও চুলের উজ্জ্বলতা রক্ষায় নানাবিধ উপায় অবলম্বন করে থাকি। প্রথমেই আমি গুরুত্ব দেই সতেজ খাবারের উপর।
পর্যাপ্ত পানি ও সবুজ শাক-সবজী চুলকে সুস্থ রাখে, চুলের গোঁড়াকে রাখে পুষ্টিময় এবং চুলকে করে তোলে সতেজ ও সবল। চুল যথাসম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি।
নিয়মিত চুলে তেল ও আমার চুল অনুযায়ী সঠিক পণ্য ব্যবহার করি। সকলেরই উচিৎ নিজ নিজ চুল ও স্কাল্পের অবস্থা অনুযায়ী চুলের যত্ন নেওয়া।
চুলের যত্নে তিনি কী তেল ব্যবহার করেন জানতে চাইলে তিনি বলেন, কিছুক্ষণ আগে যা বললাম, সুন্দর চুলের জন্যে নারিকেল তেল একটি অপরিহার্য উপাদান।
নারিকেল তেলের পাশাপাশি অ্যালোভেরাও অত্যন্ত উপকারি একটি উপাদান। তবে এত ব্যস্ততার মধ্যে আলাদা আলাদা উপাদান প্রয়োগের সময় হয়ে ওঠে না।
সেজন্য আমি প্যারাসুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েলের ওপর নির্ভর করি।
কারণ, প্যারাসুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েলে রয়েছে নারিকেল তেলের পুষ্টি ও অ্যালোভেরা’র সিল্কি কন্ডিশনিং, যা আমার চুলে প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে চুলকে সিল্কি ও মসৃণ রাখে।
সপ্তাহে কয়দিন চুলে শ্যাম্পু ব্যবহার করা চুলের জন্য ভালো এবং তিনি সপ্তাহে কতদিন ব্যবহার করেন জানতে চাইলে মেহজাবীন বলেন, আমার জানা মতে সাধারণত ১ দিন অন্তর অন্তর চুল শ্যাম্পু করা ভালো।
আমিও সেটিই চেষ্টা করি। তবে শ্যাম্পু ব্যবহারের সময় মাথার ত্বকে জোরে জোরে ঘষে চুলের গোড়ার যাতে ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকি।
আমি শ্যাম্পু করার আগে অন্তত ২ ঘন্টা চুলে প্যারাসুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল লাগিয়ে রাখি, ফলে চুল এতোটাই সিল্কি হয় যে বার বার ছুঁতে চায় মন!
ঘুমের সাথে চুলের যত্নের কোন সম্পর্ক আছে কিনা জিজ্ঞেস করলে মেহজাবীন বলেন, ব্যস্তজীবনে ঘুমের সময়ের হিসাব মেলানো দায় হলেও আমি শুটিং-এর ফাঁকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই ঘুমের উপর।
কারণ, পরিপূর্ণ ঘুম ও চুলের সৌন্দর্য একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যারা রাতে ঘুমান না বা অনিয়ম করেন, একসময় তাদের চুলের গোঁড়া হালকা হয়ে যায়, চুল মলীন হয়ে পড়ে।
তাছাড়া, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চুল আচড়িয়ে হালকা করে বেধে ঘুমাতে যাওয়া উচিত। এতে সকালে ঘুম থেকে উঠার পরও চুল প্রাণবন্ত থাকে।
কোলাহলময় নগরীর ব্যস্ত সময়গুলোতে নিজের জন্য কিছুটা সময় বের করে প্যারাসুট অ্যাাডভান্সড অ্যাালোভেরা হেয়ার অয়েলের সাথে নিয়মিত চুলের যত্ন নিলে চুল হয়ে উঠবে সিল্কি ও মসৃণ, এমনটাই পরামর্শ দেন এই অভিনেত্রী।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/