দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনের সড়কে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সামিউল ইসলাম সুখু (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার ভালকা জয়পুর গ্রামের মৃত সামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামিউল ইসলাম নিহত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বড়পুকুরিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, এই ঘটনায় ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/