ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে পৌর সদর চাঁচকৈড় বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন।
উপজেলা ছাত্রলীগের আয়োজনে ও চলনবিল ক্লিনিকের সৌজন্যে বৃহস্পতিবার দুপুরে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য গুরুদাসপুর পৌর মেয়র মো.শাহনাজ আলী মোল্লা ও নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধনের সভাপতিত্বে ও সেক্রেটারি শুভাশিস কবীরের সঞ্চালনায় উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মী সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে নেতৃবৃন্দ ৪ শতাধিক গাছের চারা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন।
উদ্বোধন শেষে মেডিসিন, জনস্বাস্থ্য,ডায়াবেটিস ও আল্ট্রা বিশেষজ্ঞ ডা. ইসমাইল হোসেন শতাধিক রোগীকে ফ্রী চিকিৎসাসেবা প্রদান করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/