দুই মেইতেই শিক্ষার্থীর হত্যাকাণ্ড নিয়ে তিন দিন ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। দুই শিক্ষার্থীর দেহ জঙ্গলে পড়ে রয়েছে—এমন ছবি প্রকাশ্যে এলেও তাদের দেহের এখনো কোনো হদিস মেলেনি। সন্তানদের দেহ খুঁজে দিতে মণিপুর সরকারের কাছে আরজি জানিয়েছেন অভিভবকরা। তাদের দাবি, সন্তানদের দেহ খুঁজে দেওয়া হোক, যাতে অন্তত মর্যাদার সঙ্গে শেষকৃত্যটা করতে পারেন তারা।
এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। দুই পরিবার তাই আশায় বুধ বেঁধেছে, সিবিআই ঠিক তাদের ন্যায়বিচারের ব্যবস্থা করবে।
জানা যায়, গত জুলাইয়ে নিখোঁজ হয়েছিলেন হিজম লিনথোয়িনগাম্বি ও ফিজম হেমজিত নামে দুই মেইতেই শিক্ষার্থী। মঙ্গলবার তাদের একটি ছবি প্রকাশ্যে আসে।
যদিও সেই ছবির সত্যতা যাচাই করা যায়নি। সেই ছবিতে একটি জঙ্গলে তাদের দুইজনকে দেখা যায়। তাদের ঠিক পেছনে সশস্ত্র দুই ব্যক্তিকেও দেখা যায়। তারপর আরো একটি ছবি প্রকাশ্যে আসে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/