ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মার্কিন সাম্রাজ্য বাদ ও বিএনপি -জামায়াত বিরোধী বিক্ষোভ সমাবেশ করে।
শনিবার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ব্যানারে নেতা -কর্মীরা স্থানীয় মুসলিম ইন্সটিটিউট থেকে একটি লালপতাকা মিছিল বের করে।
মিছিলটি শহরের গুরুত্বপুর্ন এলাকা প্রদক্ষিন শেষে কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় সমাবেশ করে।
অধ্যক্ষ ইব্রাহিম খলিলে সভাপতিত্বে বক্তৃতা করেন অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, কৃষক নেতা সাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, আব্দুল করিম, যুব মৈত্রি নেতা মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শত শহীদের রক্তে পাওয়া আমাদের প্রিয় মাতৃভূমি আবার মার্কিন সাম্রাজ্যবাদ শকুনির নজরে পড়েছে।
বেশ কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপি-জামায়াত-হেফাজতসহ চরম ডানপন্থী দলগুলো একজোট হয়েছে।
তথাকথিত মানবাধিকারের ধুয়া তুলে আমাদের উপর ভিসানীতিসহ একের পর এক অবৈধনীতি প্রয়োগ করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।
দেশের এই সংকটময় মুহূর্তে সাম্রাজ্যবাদীদের হানা রুখতে মুক্তিযুদ্ধের পক্ষে দেশপ্রেমিক শক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/