তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: অভিনব কৌশলে স্কুটির টায়ার ও সিট কভারে মাদক পরিবহন কালে ফরিদপুরের মধুখালি ও ঢাকার কেরানীগঞ্জ থেকে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন বেপারী পাড়া ৫ নং ওয়ার্ড গনি মাস্তান রোডের আবুল বাশারের ছেলে মোঃ নাজিবুল হোসেন ওরফে নাজমুল (৫২) এবং বরিশাল জেলার মুলাদী থানার বাটামারা এলাকার মোঃ আবুল হোসেন হাওলাদারের ছেলে মোঃ রাসেল (৩১)।
তাদের কাছ থেকে ৯৭ বোতল ফেন্সিডিল ও ২২ বোতল বিদেশী মদসহ এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটি জব্দ করা হয়।
গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার দুপুরে র্যাব জানায়, গতকাল ০২ অক্টোবর সোমবার দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালি এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক এক লক্ষ চুরানব্বই হাজার টাকা মূল্যের ৯৭ বোতল ফেনসিডিলসহ মোঃ নাজিবুল হোসেন ওরফে নাজমুল নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটি জব্দ এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং একই তারিখ বিকালে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক পঞ্চাশ হাজার টাকা মূল্যের ২২ বোতল বিদেশী মদসহ মোঃ রাসেল নামের ওপর একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জ ও ফরিদপুরের মধুখালিসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করা হবে, তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/