ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে গৃহবধূ সিমা খাতুন (২৮) হত্যা মামলার প্রধান আসামি স্বামী মো. রতন আলীকে (২৮) গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার মশিন্দা বাহাদুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
৪ অক্টোবর বুধবার তাকে নাটোর কোর্টে চালান করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানা পুলিশ।
গ্রেফতার কৃত আসামি মো. রতন আলী (২৮) গুরুদাসপুর উপজেলার মশিন্দা বাহাদুরপাড়া গ্রামের মোঃ ইউসুব প্রামানিকের ছেলে।
থানা পুলিশ জানাযায়, ১২ বছর আগে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মো. ইউসুফ প্রামানিকের ছেলে মো. রতন আলীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সিমা খাতুনের।
বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে শ্বশুড়বাড়ির লোকজন সিমা খাতুনকে শারীরিক নির্যাতন করতো।
এ ঘটনা নিয়ে এলাকায় একাধিকবার শালিস হলেও শ্বশুর বাড়ির লোকজন সিমা খাতুনকে শারীরিক ও মানসিক অত্যাচার করতেই থাকে।
গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ সিমা খাতুনকে পারিবারিক বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে শ্বশুর বাড়ির লোকজন।
এক পর্যায়ে আসামি স্বামী রতন ক্ষীপ্ত হয়ে সিমা খাতুনকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এর পর অন্য আসামিরা মিলে এলোপাতাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত জখম অবস্থায় গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
চিকিৎসা শেষে সিমা খাতুনকে বাড়িতেও নিয়ে যাওয়া হয়। নিয়ে যাবার কয়েক ঘণ্টা পরে আবারও গৃহবধূ সিমাকে হাসপাতালে নিয়ে আসলে তার শরীরে বিষের উপস্থিতি পাওয়া যায়।
ডাক্তারের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিমার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই রুবেল আহমেদ বাদী হয়ে তার স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি গৃহবধূ সিমার স্বামী মোঃ রতন আলীকে উপজেলার মশিন্দা বাহাদুরপাড়া এলাকা থেকে গ্রেফতার করে বুধবার নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/