তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে ইজিবাইক ছিনতাই।
পরে চিকিৎসাধীন অবস্থায় ওই চালক মৃত্যুবরণ করে। এ ছিনতাই চক্রের একজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্যাসির চর ইউনিয়নের রাজারচর ফরাজিকান্দি গ্রামের মৃত বিন্নত আলী মোল্লার ছেলে বিল্লাল হোসেন।
নিহত ঐ ইজিবাইক চালক পার্শবর্তী নগরকান্দা উপজেলার ডাঙ্গী এলাকার বাদশা সেখের ছেলে সাদ্দাম শেখ (৩৪)।
পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে আজ শনিবার জানা যায়, গত জুন মাসের ২৬ তারিখে হতদরিদ্র যুবক সাদ্দাম শেখ প্রতিদিনের মতোই লোনের টাকায় কেনা ইজিবাইক নিয়ে রাস্তায় বের হলে দু'জন ছদ্মবেশী অজ্ঞান পার্টির সদস্য নগরকান্দার ভবুকদিয়া ও পুকুরিয়ার মাঝামাঝি থেকে আটরশি দরবারে যাওয়া-আসা চুক্তিতে রিজার্ভ ভাড়া করে সাদ্দামের ইজিবাইকটি।
পূর্বপরিকল্পিত ভাবে অজ্ঞান পার্টির সদস্যরা কিছুদূর সামনে গিয়ে সাদ্দামকে থামতে বলে মুদি দোকান থেকে ৩টি ম্যাংগো জুস নিয়ে এসে তাদের কাছে থাকা চেতনানাশক ওষুধ একটির মধ্যে মিশিয়ে কৌশলে সাদ্দামকে খাওয়ালে কিছুক্ষণের মধ্যেই ইজিবাইক চালক সাদ্দামের ঝিমানি ভাব চলে আসে।
তখন মুষলধারায় বৃষ্টি হওয়ায় জনমানবশূন্য ছিল রাস্তা এ সুযোগে তারা সুবিধাজনক পথে নিয়ে ভাংগা ও সদরপুর থানার সীমান্তে একটি মেহেগনীবাগানে অচেতন অবস্থায় ফেলে ইজিবাইকটি নিয়ে চলে যায়।
অচেতন অবস্থায় সাদ্দাম সারাদিন বৃষ্টির পানিতে ভিজে। বৃষ্টি থামার পর সন্ধ্যায় এক মহিলা মেহেগনীবাগানে সাদ্দামের দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে আশপাশের লোকজন ডাকতে থাকেন।
আশপাশের লোকজন এসে তাঁরা দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তখন রাত আটটা বাজে, বাঁকর্তব্যরত চিকিৎসকেরা বাচানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
তখন নাম পরিচয় জানা না থাকার কারনে অজ্ঞাত হিসেবে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক!
এদিকে অজ্ঞান পার্টির সদস্যরা ইজিবাইকের সাথে সাদ্দামের ব্যাবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যায়।
পরে তার পরিবারের কাছে ইজিবাইক ফেরত দেয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কৌশলে হাতিয়ে নেয় আরও পঁচিশ হাজার টাকা!
এই ঘটনায় নিহতের ছোট ভাই সম্রাট শেখ (২৭) বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরবর্তী ভাঙ্গা থানা পুলিশ তথ্য ও প্রযুক্তি ও সোর্সদের সহায়তায় সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এর সামনে থেকে বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার করে।
পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদে আসামী ছিনতাইকৃত ইজিবাইকটি দেলোয়ার হোসেন নামক এক ব্যক্তির নিকট ৫০ হাজার টাকায় বিক্রি করেছে বলে জানায় এবং আসামী ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এছাড়াও এই ঘটনার সাথে আরো জড়িতদের নাম ঠিকানা বলেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/