তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-ভাঙ্গা অংশের শুভ উদ্বোধন শেষে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ফরিদপুর জেলা বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন করে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের জনসভায় দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।
এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প ও ঢাকা-ভাঙ্গা রেলপথে রেল চলাচল উদ্বোধন করেন।
পরে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ভাঙ্গা রেল জংশনে পৌঁছান। সেখান থেকে সড়কপথে পৌঁছান সমাবেশস্থলে।
প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছানোর আগে র্যাবের একটি বিশেষ হেলিকপ্টার জনসভাস্থল প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ঘিরে এদিন সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা ড. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আসতে শুরু করেন।
দুপুরের প্রখর রোদ আর গরম উপেক্ষা করেই তারা সমাবেশস্থলে অবস্থান করছেন।
জনসভায় শেখ হাসিনা বলেন, ফরিদপুর পুরনো শহর, কিন্তু সবসময় অবহেলিত ছিল। আমরা সরকারে এসে উন্নয়ন করেছি। ফরিদপুরের মেডিকেল কলেজকে সম্প্রসারিত ও সেবার আধুনিকায়ন আমরাই করেছি।
ফরিদপুর একটি পুরাতন শহর আমি জানি, ফরিদপুরে বিশ্ববিদ্যালয় নেই। ইনশাআল্লাহ, আগামীতে সরকারে আসতে পারলে আমরা সেই বিশ্ববিদ্যালয় করে দিব।
আমরা প্রত্যেকটি উপজেলায় কারিগরি স্কুল করে দিচ্ছি যাতে আমাদের ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যাবস্থা হয়।
তিনি আরো বলেন, আমার বাবা-মা, ভাই-বোন কেউ নেই। আছে শুধু বাংলাদেশের জনগণ। তারাই আমার পরিবার, তারাই আমার সব, তাদের জন্যই আমার কাজ।
জিয়া-এরশাদ-খালেদা লুটপাট আর দুর্নীতিতে মত্ত ছিল। তাদের সময়ে কেউ ভোট দিতে পারেনি। লুট করেছে তারা। জনগণের ভোটের অধিকার ছিল ক্যান্টনমেন্টে বন্দী।
"আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব" এই শ্লোগান দিয়ে ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করেই আমরা বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছি।
আমরা সরকারে এসে সব ধরনের সেবা নিশ্চিত করেছি। কমিউনিটি ক্লিনিক, স্কুল-কলেজ, রাস্তাঘাট করে দিয়েছি।
তার বক্তব্যর শেষে তিনি সকলের কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/