হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।
অন্যদিকে পাল্টা হামলায় চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় দু’দেশের নিহতের সংখ্যা বেড়ে প্রায় দু হাজারে দাঁড়িয়েছে। এছাড়া উভয় দেশের আহত হয়েছেন সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরাইলি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
এখন পর্যন্ত্র হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ১০৪৯ -তে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় সাড়ে তিন হাজারের ইসরায়েলি। খবর আল জাজিরা
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চিকিৎসকদেড় তথ্যমতে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৯শ ছাড়িয়েছে। এছাড়া শনিবার থেকে এ আহত হয়েছে অন্তত চার হাজারের বেশি ফিলিস্তিনি।
এদিকে, বুধবারও হামাস-ইসরায়েলে লড়াইয়ে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। লেবাননের দুই নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ ইসরাইলি ট্যাংকের বিরুদ্ধে গাইডেড মিসাইল ব্যবহার করেছে।
ইসরায়েলি বোমা হামলায় গাজায় জানাজার ব্যবস্থাও করা যাচ্ছে না’‘ ইসরায়েল বোমা হামলায় গাজায় জানাজার ব্যবস্থাও করা যাচ্ছে না’
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আভিভিম অঞ্চলে একটি সামরিক যান লক্ষ্য করে লেবাননের অভ্যন্তর থেকে রকেট হামলার পর ইসরায়েল বাহিনীর হেলিকপ্টার হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে এতে ‘কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি’ বলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়।
এদিকে, ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হামলার ঘটনায় হামাসকে রক্তপিপাসু বলে আখ্যায়িত করেছেন তিনি।
এ সময় ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলে এক হাজারের বেশি বেসামরিক নাগরিককে হত্যার কঠোর নিন্দাও জানান। এদের মধ্যে অন্তত ১৪ জন মার্কিন নাগরিক বলে উল্লেখ করেছেন তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/