সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদরের আংশিক) আসনে আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ, সংগঠক,সাবেক জাতীয় ফুটবলার, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক,এবং উপ- কমিটির সম্মানিত সদস্য দেওয়ান সফিউল আরেফিন টুটুল গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।
‘‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা মার্কায় ভোট দিন।’’ এ স্লোগান নিয়ে টুটুল বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের এতো উন্নয়ন আকাশ থেকে ভেসে আসেনি।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এ উন্নয়ন সম্ভব হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৫ টার দিকে নির্বাচনী এলাকা সিংগাইর উপজেলার জামির্ত্তা সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ ও মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
টুটুল আরো বলেন, শুধু নৌকা হলেই হবে না, ভোটে জিততে হলে যোগ্য প্রার্থী দরকার। গেল উপজেলা নির্বাচনে সিংগাইরে অযোগ্য প্রার্থী ও সাংগঠনিক দুর্বলতার কারণে নৌকা প্রতীক পেয়েও পরাজিত হয়।
তিনি আরো বলেন, অনেক প্রার্থী প্রচার করছেন তারা নৌকা প্রতীক পেয়ে গেছেন।
আমি বলতে চাই, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি নৌকা প্রতীক আনার চেষ্টা করছি। মনোনয়ন পেলে প্রধানমন্ত্রীকে এ আসনটি আমি উপহার দিতে পারব ইনশাআল্লাহ।
জামির্ত্তা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও শাহজাহান মেম্বারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন- জামির্ত্তা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল বাশার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিকদার, জামির্ত্তা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইউপি মেম্বার আব্বাস উদ্দিন ও ছাত্রলীগ নেতা সাকিব পিন্টু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, সাবেক পৌর আওয়ামীলীগ সভাপতি ও সিংগাইর ডিগ্রি কলেজের ভিপি নজরুল ইসলাম খান রতন, সায়েস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মোঃ আনিছুর রহমান ও সিংগাইর ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ লুৎফর রহমান রানা প্রমূখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/