শত শত নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটি হলে গিয়ে দেখেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।
ঈশ্বরগঞ্জ সোনালী টকিজ সিনেমা হলে 'মুজিব: একটি জাতির রূপকার' বায়োপিকটি উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, মেম্বারসহ শত শত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে সিনেমাটি দেখতে যান সাফির উদ্দিন আহমেদ।
সিনেমাটি দেখে উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই সিনেমার শেষ দৃশ্যে ১৫ ই আগস্ট এর নির্মম ঘটনার চিত্রায়ন দেখে কান্নায় ভেঙে পড়েন।
সিনেমার শেষে হল থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সকলকে নিজস্ব আবেগকে শক্তিতে রূপান্তর করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানান সাফির উদ্দিন আহমেদ।
এছাড়া দেশের সঠিক ইতিহাস জানার জন্য এবং বঙ্গবন্ধুকে জানার জন্য তিনি সকলকে দলে দলে হলে গিয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত সিনেমাটি দেখার আহ্বান জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/