গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মহাসচিব জোয়ান কার্লোস সালাজার।
বুধবার বেলা সাড়ে ১১ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।
এর আগে পৃথকভাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আঞ্চলিক পরিচালক তাও মা ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
এ সময় শেখ পরিবারের সন্তান ও এয়ার এশিয়ার ভাইস চেয়ারম্যান শেখ মামুনুল হক, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আহমেদ আলী বিশ্বাস, ট্যুরিষ্ট পুলিশের ইনচার্জ জিএম হামিদুর রহমান সহ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/