শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: শারদীয় দুর্গাপুজা-২০২৩ উপলক্ষে জেলা পুলিশ ও পুনক বগুড়া'র আয়োজনে উপহার সামগ্রী বিতারণ করলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
২০ অক্টোবর (শুক্রবার) জেলা পুলিশ ও পুনাক বগুড়ার আয়োজনে পুলিশ লাইন্সে শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে পুনাক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং আউটসোর্সিং কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়। এছাড়াও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক বগুড়া'র সভানেত্রী ও পুলিশ সদর দপ্তরের এআইজি (ক্রাইম এ্যানালাইসিস) জনাব সুনন্দা রায়, বিপিএম-সেবা।
এ সময় প্রধান অতিথি মহোদয় পুনাক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং আউটসোর্সিং কর্মচারীদের মাঝে শারদীয় দুর্গাপুজার উপহার সামগ্রী তুলে দেন। উপহার সামগ্রী বিতরণ শেষে পুলিশ সুপার বলেন, বিভিন্ন উৎসবে আনন্দ ভাগাভাগি করে নেয়াসহ বগুড়াতে ইতিবাচক ধারায় নানা প্রশংসনীয় এবং ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে জেলা পুলিশ ও পুনাক বগুড়া। শুধু তাই নয় সম্প্রীতির এই মেলবন্ধনে সকলের উচিত একে অপরের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া। বগুড়ায় পুনাকের সকল ভালো কাজে জেলা পুলিশ পরিবার সর্বদা সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে মর্মে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ সহ জনাব লুৎফর নাহার লোপা, সহঃ সভানেত্রী, জনাব দ্বিল আখতার জাহান, সহঃ সভানেত্রী, জনাব মোছাঃ মাহমুদা খানম, সাধারণ সম্পাদিকা, জনাব মোসাঃ রওশন আরা মুন্সি, পুনাক, বগুড়াসহ অন্যান্য নারী নেতৃবৃন্দ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/