তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কুমারী পূজা। শহরের রামকৃষ্ণ মিশনে প্রতি বছরের মতো দুর্গাপূজার মহা অষ্টমীতে এ পূজা অনুষ্ঠিত হয়।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ পূজায় এবারের কুমারী দেবী হিসেবে আসনে বসানো হয় শহরের আলিপুর মহল্লার প্রথম শ্রেণির ছাত্রী অপরূপা দাসকে।
বেলা সাড়ে ১১টার দিকে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়, চলে দুপুর পর্যন্ত। এ সময় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণ হাজারো দর্শনার্থী এবং নারী-পুরুষের মিলনমেলায় পরিণত হয়। সব বয়সের ও সব ধর্মের মানুষের ঢল নামে সেখানে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। তার সঙ্গে ছিলেন গ্রুপের পরিচালক বেলাল হোসেন ও শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেনসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/