ফেনী প্রতিনিধি : দোকানে চা পান করতে যাওয়া কাল হলো কলেজ ছাত্র সারওয়ার উদ্দিনের। চা দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফেনীর ছাগলনাইয়া মৌলভী সামছুল করিম কলেজের ২য় বর্ষের ছাত্র কাজী সারওয়ার উদ্দিন ৫ দিন পর আজ রোববার (২২ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সারোয়ার ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের কাজী জয়নাল আবেদিন ভুট্রো খোনারের ছোট ছেলে।
সারোয়ারের পিতা কাজী জয়নাল আবেদিন ভুট্রো জানান, গত মঙ্গলবার (১৭ অক্টোবর) বাসার পাশে চা দোকানে চা পান গেলে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ হয়ে তার সমস্ত শরীর দগ্ধ হয়ে গুরুতর আহত হয় সরোয়ার।
এ সময় আগুনে দোকানীও আহত হয়। উন্নত চিকিৎসার জন্য সরোয়ারকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়েছে। রাতে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে সকালে বাড়ির দরজায় জানাজা হওয়ার কথা রয়েছে।
মৌলভী সামছুল করিম কলেজে সারোয়ারের সহপাঠী নোমান জানান, সারোয়ারের এমন মৃত্যুর খবরে কলেজ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সদা হাস্যজ্জল সারোয়ার এভাবে চলে যাবে কেউ ভাবতেও পারেনি।
শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মজনু বলেন, বিস্ফোরণে দগ্ধ হয়ে ছেলেটি এভাবে মারা যাবে কেউ ভাবতে পারেনি। এ মর্মান্তিক মৃত্যু পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/