মো: হুমায়ুন কবির, কেন্দুয়া( নেত্রকোনা) প্রতিনিধি: সারাদেশের মত নেত্রকোনার কেন্দুয়ায় ৫১টি পূজা মন্ডপে এবার উৎসব মুখর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব।
এ দুর্গোৎসবে বিভিন্ন পূজা মন্ডপগুলোর আঙ্গিনা ও রাস্তার পাশ সাজানো হয়েছে বর্ণিল সাজে। করা হয়েছে আলোকসজ্জায়।
রোববার (২২ আক্টোবর) বিকেলে খেলনা বিক্রেতা মতিন্দ্র, রবিন্দ্র, এবাদত, অতিদা রানী জানান,ভালো বিক্রির আশায় তারা সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষায় থাকেন। তাছাড়া বাজারে সকল প্রকার জিনিস পত্রের দাম বেড়ে যাওয়া প্রত্যাশা অনুযায়ী তেমন বেশি লাভ হবেনা।
তারা আরো জানান, বাচ্চারা খেলা বেশি কিনতে চাইলেও অভিভাবকরা তেমন কিনতে চায় না তাই বিক্রি কিছুটা তুলনামূলক কম হচ্ছে।
শিশুদের জন্য পূজামণ্ডপের আশপাশ এলাকায় খেলনার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। খেলনার মধ্যে রয়েছে, মাটির তৈরি খেলনা সামগ্রী এছাড়াও বিভিন্ন ধরনের প্লাস্টিকের তৈরি খেলনা।
পূজামণ্ডপে শিশুরা তাদের মা-বাবা এবং আত্মীয়-স্বজনের সাথে পূজামণ্ডপ ঘুরে ছুটছেন সেসব দোকানগুলোতে। পছন্দের খেলনা হাতে নিয়ে দেখছেন ও বায়না করছে কিনতে।
শিশুরা মাটির তৈরি খেলনা পাশাপাশি প্লাস্টিকের তৈরি বেলুন, বাঁশি, ফুটবল, ক্রিকেট বল, পুতুল, বন্দুক, কাগজের তৈরি ফুল ইত্যাদি বেশি পছন্দের তালিকা। পূজামন্ডপে ঘুরতে আশা শিশুরা বাড়ি যাবার পথে তাদের পছন্দের খেলনা নিয়েই ছুটছে বাড়ির পথে।
খেলনা বিক্রেতারা জানান, কয়েক দিনের পূজায় তারা বিভিন্ন ধরনের খেলনা নিয়ে বসেছেন ভালই বিক্রি
আশা করছেন। ৫টাকা থেকে শুরু করে ৫শত টাকার খেলনা দোকানে সাজানো রয়েছে
কেন্দুয়া পৌরসভার হরিসভা দূর্গা মন্দিরে পূজায় ঘুরতে আসা বেশ কয়েকজন শিশু বলেন,এবারের পূজায় তারা বিভিন্ন ধরনের খেলা কিনবে তার মধ্যে অন্যতম বেলুন, বাঁশি, ফুটবল, ক্রিকেট বল, পুতুল, প্লাস্টিকের তৈরি বন্দুক ইত্যাদি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/