শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের পৌর পার্কে চয়ন (১৬) নামে এক কিশোর কে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ অক্টোবর) রাত ৮ টা ৪০ মিনিটে বগুড়া জেলা শহরের সাতমাথার নিকট পৌর এ্যাডওয়াড পার্কে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
ছুরিকাঘাতে আহত চয়ন শিবগঞ্জ উপজেলার উকি জগোনাথপুরের পরিমলের ছেলে।
স্হানীয়রা চয়নকে আহত অবস্হায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে য়ায়।বর্তমানে চয়ন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করে বলেন,
আহত চয়নকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেোল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে এখন সুস্থ আছে। তবে কী কারণে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এব্যাপারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/