কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানার পুলিশ।
ঘটনাটি বৃহস্পতিবার বিকালে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কেন্দুয়া-নান্দাইল সড়কের পাশে মাসকা বাজার সংলগ্ন সোয়েটার ফ্যাক্টরি সামনের সড়ক থেকে উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন অজ্ঞাত যুবক মানসিক ভারসাম্যহীন হবে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক জানান, সড়কের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
প্রার্থমিক ভাবে মানসিক ভারসাম্যহীন ধারণা করা হচ্ছে। নেত্রকোনার পি বি আই টিমকে খবর জানানো হয়েছে তারা এসে নমুনা সংগ্রহ করবেন।
মৃতদেহ যুবকের পরিচয় জানতে আমরা বিভিন্ন মাধ্যমে খবর প্রচার করছি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/