ইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে আগামীকাল ২৮ অক্টোবর থেকে আবারো নিয়মিত ভাবে শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাশ পরীক্ষা। সেই সাথে খুলছে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরসমূহও।
এর আগে, ২৫ অক্টোবর পূজা উপলক্ষে ঘোষিত ছুটি শেষ হলেও ২৬ ও ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র জানিয়েছে, গত ২৩ ই অক্টোবর হতে ২৫ই অক্টোবর পর্যন্ত পূজা উপলক্ষে ইবির সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ ছিল।
অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু ছিল এবং ২২ অক্টোবর শিক্ষার্থীদের সকল ক্লাস বন্ধ থাকলেও ঐদিনের পূর্বঘোষিত সকল পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলেছে।
এছাড়াও বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলগুলো যথারীতি খোলা ছিল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/