ইবি প্রতিনিধি : তৃতীয় দফায় বিএনপির ডাকা অবরোধের প্রথম দিন আজ বুধবার (০৮ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনুষ্ঠিতব্য প্রকৌশল অফিসের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট পরীক্ষা অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (০৭ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (০৮ নভেম্বর) প্রকৌশল অফিসের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হওয়ার সময়সূচী নির্ধারিত ছিল।
অনিবার্য কারণবশত: উক্ত জব টেস্ট স্থগিত করা হলো। তারিখ ও সময়সূচী পরবর্তিতে জানানো হবে।
তবে আগামীকাল উপরোক্ত নিয়োগ পরীক্ষা স্থগিত থাকলেও সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা যথারীতিতে চলবে।
পরিবহণ দপ্তর সূত্রে জানা যায়, নিরাপত্তার কথা বিবেচনায় আজ বুধবার (০৮ নভেম্বর) ও আগামী বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বাস সিডিউল ও রুটেও পরিবর্তন আনা হয়েছে।
পুলিশ প্রোটোকল নিয়ে সকাল ৮টা ৩০ মিনিটে কুষ্টিয়ার কাস্টমমোড় ও ঝিনাইদহ-এর আরাপপুর এবং শৈলকূপার উপজেলা মোড় হতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা/কর্মচারীদের জন্য ক্যাম্পাসের সব বাস গুলো চলবে।
বন্ধ থাকবে সকাল ১০ টা ও দুপুর ২টার ট্রিপ।
সকল বাস পুনরায় পুলিশ প্রোটোকল নিয়ে বিকাল ৪টায় ক্যাম্পাস হতে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা চলে আসবে।
বৃহস্পতিবার কোনো বাস চলবে না। উক্ত তারিখসমূহে রাতে কোনো বাস আসবে না।
প্রসঙ্গত, গত রবিবার (৫ নভেম্বর) বিএনপির দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের কারণে ইবির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং চিকিৎসা কেন্দ্রের 'অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের দুই দপ্তরের জব টেস্ট স্থগিত করেছিল প্রশাসন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/