জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্থানীয়দের সহায়তায় একটি নীলগাই আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর তিনটার দিকে উপজেলার পাড়িয়া ইউনিয়নের ফকিরভিটা নামক এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির এই প্রাণীটিকে আটক করেন তারা।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায় যে,দুপুর ১টার দিকে শালডাঙ্গা নামক এলাকায় স্থানীয় লোকজন নীলগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়।
পরে কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে নীলগাইটি খোজা শুরু করে। একপর্যায়ে এলাকাবাসীর সহায়তায় দুপুর আনুমানিক ৩টায় নীলগাইটি ধরতে সক্ষম হয়।
ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এ বিষয়ে জানান,আটক নীলগাইটি কান্তিভিটা ক্যাম্পে বিজিবির হেফাজতে রয়েছে এবং সুস্থ আছে।
নীলগাইটি ওই এলাকা থেকে নিয়ে আসার পর বন বিভাগে হস্তান্তর করা হবে। যার পক্রিয়া চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/