বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে জনপ্রতিনিধিদের স্মরণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এস ডি এর পরিচালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা প্রমুখ ।
আলোচনায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগন অংশ নেয়। এতে ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপন উর্দু ভাষায় বক্তব্য দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন এস ডি এ সমন্বয়কারী হুমায়ুন কবির। এ সময় বক্তরা নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে কাজ করার আহবান জানান।
এ প্রকল্পের মূল উদ্দেশ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে সহযোগিতা করা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/