শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় থামিয়ে থাকা ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
১৯ নভেম্বর(রোনবার) ভোর রাতে বগুড়া জেলা সদরের নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দরে দাঁড়িয়ে থাকা ( বগুড়া-ট-১১-১৪৪২) নম্বরে একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। পরে স্থানীয়দের প্রচেষ্টায় ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আসে।
ট্রাক মালিক মো: করিম বলেন, ( বগুড়া ট-১১-১৪৪২) ট্রাকটি পার্কিং করে রেখে আমি বাসায় ঘুমিয়ে পড়ি। রাত সোয়া ২ টারা দিকে হঠাৎ দেখি গাড়িতে আগুন জ্বলতে।
রাতে কে বা কারা এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না। দুর্বৃত্তরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়।'
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক তয়ন কুমার মন্ডল এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, থামিয়ে থাকা একটি ট্রাকে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এই ঘটনার সঙ্গে জড়িতের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/