শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: হরতালের সমর্থনে বগুড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এসময় ৪ টি ককটেল বিস্ফোরণ হয়।
সোমবার ( ২০ নভেম্বর) সকাল ৮ টার দিকে বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে।
এসময় ৪ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্হলে পৌঁছিলে তারা দ্রুত ঘটনাস্থলে থেকে সড়ে যায়।
এর আগে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকাল সোয়া ৭ টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়।বিক্ষোভ মিছিলটি শহরের নামাজগড় এলাকা থেকে শুরু হয়ে নূরানীর মোড়ে গিয়ে শেষ হয়।
বগুড়া জেলা পুলিশের পদোন্নতিরপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল।
জনগণের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরী করতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছিলে অবরোধকারীরা পালিয়ে যায়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/