রেজাউল ইসলাম, হাতীবান্ধা(লালমনিরহাট)সংবাদদাতা :
লালমনিরহাটের হাতীবান্ধায় আদালতে মামলা চলমান থাকাবস্তায় অবৈধ অনুপ্রবেশ করে জমিতে লাগানো গাছ কেটে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে সুজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকার ৮নং ওয়ার্ডের আফজাল হোসেন বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, ওই উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকার খোরশেদ আলমের পুত্র ইউসুফ আলী সুজন (২৬), মৃত ময়েন শেখের পুত্র আজাহার আলী (৫০), দইখাওয়া এলাকার নুরনবীর পুত্র আঃ রাজ্জাক (২৮), কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকার মৃত আঃ কাদেরের পুত্র মফিজুল ইসলাম (৩৫)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের খাস খতিয়ান ভুক্ত জমি নিয়ে ইউসুফ আলী সুজন ও আফজাল হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে।
উক্ত জমি নিয়ে অভিযুক্তদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪, লালমনিরহাটে সিআর নং ৯১/২৩ (হাতীবান্ধা) দায়ের করলে ৩০.১১.২০২৩ তারিখ দিনে ধার্য্য থাকায় আফজাল হোসেন তার লোকজন নিয়ে উক্ত মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে যায়।
এ সুযোগে ইউসুফ আলী তার লোকজন নিয়ে জমিতে বেদখল করে উক্ত জমিতে থাকা আশি হাজার টাকার ৮ টি বড় বড় ইউক্যালিপ্টাস গাছ কাটতে গেলে আফজাল হোসেনের স্ত্রী নুরনাহার বাধা দেন।
এর পর অভিযুক্তরা বাধা দানকারী নুরনাহারকে মেরে ফেলার হুমকি দেন ও গাছগুলো কেটে নিয়ে যায়।
তবে অভিযুক্ত ইউসুফ আলী সুজন সকল অভিযোগ অস্বীকার করে বলেন,আমার জমিতে লাগানো গাছ আমরা কেটেছি সেখানে অন্যের তো সমস্যা হওয়ার কথা না।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, গাছ কাটার একটি অভিযোগ পেয়েছি তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/