শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মতিউর রহমান মিঠু (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার ( ১লা ডিসেম্বর) দিবাগত রাতে বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া এলাকা অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মতিয়ার রহমান মিঠুকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মতিউর রহমান মিঠু গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের চকমড়িয়া গ্রামের আব্দুস সামাদ বাচ্চু'র ছেলে।
শনিবার (২ ডিসেম্বর) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তবে পুলিশ মতিউর রহমান মিঠুকে গ্রেফতার করলেও তার সহযোগিতাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, মাদক ব্যবসায়ী মতিউর রহমান মিঠুকে ৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে আজ শনিবার দুপুরের পর বগুড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/